Search on my Blog

Saturday, April 4, 2015

How to Root Symphony T7 Pro [ বাংলা ]






খুব সহজেই আপনি আপনার kitkat চালিত ট্যাবটিকে রুট করতে পারবেন। আমি মেথডটি দেখাবো এর জন্য আপনার কম্পিউটার থাকা অবশ্যক না।

ধাপ ১ঃ Kingroot নামক অ্যাপ ডাউনলোড করতে হবে। লিঙ্কটি এইখানে দিয়া আছে

ধাপ ২ঃ ডাউনলোড করে অ্যাপটি ইন্সটল করুন এবং অ্যাপটি চালু করুন। (বলে রাখা ভালো অ্যাপটি চাইনীজ ভাষাই, কিন্তু ভয় পাবেন না কারণ আপনাকে তেমন কিছু করতে হবে না )


অ্যাপটি চালু করার পর এমন দেখা যাবে, আপনার কাজ হল "সবুজ" বাটনটি প্রেস করুন। রুট আগে করা আছে কি না তা চেক করবে। রুট করা না থাকলে তালা দেখতে পারবেন। এখন আবার "সবুজ" বাটনটি প্রেস করুন।


কিছুক্ষণ অপেক্ষা করুন। রুট সফলভাবে হয়ে গেলে একটি টিক সাইন দেখতে পারবেন। এখন আপনার ট্যাবটিকে  reboot দিন। ট্যাব চালু হওয়ার পর দেখতে পারবেন KingUser নামে একটি অ্যাপ ইন্সটল হয়েছে। এইটি SuperUser এর নেয় কাজ করবে।

ধাপ ৩ঃ Google Playstore থেকে root checker নামক অ্যাপটি ইন্সটল করুন। অ্যাপটি চালু করলে root access চাইবে, তখন Grant করে দিবেন।

রুট সফল ভাবে হলে আপনি এমনটি দেখতে পারবেন। আশা করি আপনি সফল ভাবে রুট করতে পেরেছেন।

** রুট করার সময়ই যদি আপনার ট্যাব soft brick করে তার জন্য আমি দায়বধ্য না। **

No comments: